প্রকাশিত: Thu, Jun 27, 2024 12:10 PM
আপডেট: Sun, Jun 30, 2024 9:00 PM

[১]ভারতে লোকসভায় বিরোধীদলীয় নেতা হলেন রাহুল গান্ধী

রাশিদুল ইসলাম: [২] ভারতে এই প্রথম কোনো সাংবিধানিক পদে পেলেন রাহুল গান্ধী। বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলিও কংগ্রেসের সিদ্ধান্ত সমর্থন করেছে। 

[৩] গত ১০ বছর লোকসভায় কোনো বিরোধী নেতা ছিল না। কারণ, বিরোধী দলনেতার পদ পেতে গেলে লোকসভার মোট আসনসংখ্যার দশ শতাংশ বা ৫৪টি আসনে জিতে আসতে হতো। গত ১০ বছরে কোনো বিরোধী দলই এতগুলি আসন পায়নি। কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে। ফলে তারা এবার বিরোধী নেতার পদ পেল। ডয়েচে ভেলে

[৩] কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহাতবকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, কংগ্রেস রাহুল গান্ধীকেই বিরোধী নেতার পদের জন্য মনোনীত করেছে। ভারতের শরিক দলগুলিও কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। ২০০৪ সালে আমেথি থেকে জিতে লোকসভায় প্রবেশ করেছিলেন রাহুল গান্ধী। 

[৪] এই প্রথমবার লোকসভায় তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন। লোকসভায় সরকারকে কোণঠাসা করার চেষ্টা থেকে শুরু করে ইন্ডিয়ার শরিক দলগুলিকে সঙ্গে নিয়ে এক হয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর কাজটা তাকেই করতে হবে। সম্পাদনা: এম খান